শাহরুখ খান হোক কিংবা অক্ষয় কুমার অথবা অজয় দেবগন বলিউডের প্রথম সারির দাপুটে এই অভিনেতাদের প্রায়ই দেখা যায় পানমশলা কিংবা মদের বিজ্ঞাপনে। কিন্তু দক্ষিণী অভিনেতারা কখনও গুটখা-পানমশলা, সিগারেট বা মদের বিজ্ঞাপন করেন না। যার পিছনে রয়েছে এক বিশেষ কারণ। সম্প্রতি অভিনেতা সিদ্ধার্থ ফাঁস করেছেন সেই গোপন রহস্য।

১২ জুলাই মুক্তি পেতে চলেছে এস শঙ্কর পরিচালিত বহুভাষিক ছবি ‘ইন্ডিয়ান ২’। সারা ভারতে এই ছবি মুক্তি পাবে ‘হিন্দুস্তানি ২’ নামে। এটি ১৯৯৬ সালের ছবি ‘হিন্দুস্তানি’র সিক্যুয়েল। প্রায় ২৮ বছর পর সিক্যুয়েল মুক্তি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে। এই ছবিতে কমল হাসানের সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থকে।

কমল হাসান এবং রজনীকান্ত দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই মহারথী সম্পর্কে বলতে গিয়েই সিদ্ধার্থ বলেন, এই দুই তারকার জন্যই দক্ষিণের কোন অভিনেতা কখনও মাদক দ্রব্যের বিজ্ঞাপন করেন না।

সিদ্ধার্থ বলেন, “বহু বছর আগে কমল হাসন এবং রজনীকান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এমন কোন বিজ্ঞাপনে কাজ করবেন না যাতে সিগারেট, মদ বা পানমশলার মতো ক্ষতিকারক বস্তুর প্রচার হয়। ফলে আর কোন অভিনেতাই এই কাজ করার কথা ভাবেননি।”

‘হিন্দুস্তানি ২’ ছবির প্রসঙ্গে বলতে গিয়ে সিদ্ধার্থ জানান যে, কমল হাসানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার কাছে শুধু ভাগ্যের ব্যাপার তা-ই নয়, নিশ্চয়ই এটি তার কোন সুকর্মের স্বীকৃতি। ঈশ্বরের নির্দেশেই এই সুযোগ পেয়েছেন বলে মনে করেন অভিনেতা।- নিউজ এইট্টিন 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews