প্রতি মাসে অন্তত একশ’ কোটি মানুষ তাদের প্ল্যাটফর্ম নিয়মিত ব্যবহার করছে বলে সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক পর্যায়ের ডেভেলপার, গবেষক এবং স্বেচ্ছাসেবকদের পরিচালিত পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার বলছে, ২০২১ সালে বিশ্বের মোট জনসংখ্যা আছে সাতশ’ ৮৯ কোটির  ঘরে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে পুরো বিশ্বের জনসংখ্যা ছিলো সাতশ’ ৬৭ কোটির বেশি। আলোচনার খাতিরে, বিশ্বব্যাংকের হিসাব ২০২১ সালে এসেও অপরিবর্তিত আছে ধরে নিলে বলতে হবে, বর্তমান পৃথিবীর প্রতি ৭.৬৭ জন মানুষের মধ্যে একজন এখন টিকটকার।

রয়টার্স জানিয়েছে, টিকটকের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপটির সবচেয়ে বড় বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ব্রাজিল এবং দক্ষিণ-পূর্ব এশিয়া।

বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চক্ষুশূলে পরিণত হয়েছে টিকটক। তারপরও থামেনি অগ্রগতি। ২০১৮ সালের জানুয়ারি মাসে টিকটকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ছিলো পাঁচ কোটি ৫০ লাখ। ওই বছরের ডিসেম্বর মাসে যা বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ১০ লাখে।

ঠিক এক বছর পরে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৫০ কোটি ৮০ লাখ, এবং ২০২০ সালের জুলাই মাসে ছিলো ৬৮ কোটি ৯০ লাখ। 

সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসে বিশ্বের শীর্ষ সামাজিক মাধ্যম ফেইসবুকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ছিলো দুইশ’ কোটি ৯০ লাখ।

অবশ্য ২০২০ সালে অগাস্ট মাসে টিকটক নির্মাতা বাইটড্যান্স দাবি করেছিলো, বিশ্বব্যাপী দুইশ’ কোটিবার ডাউনলোড হয়েছে তাদের অ্যাপটি।

টিকটক নির্মাতা বাইটড্যান্সকে বলা হয়ে থাকে চীনের টেক জায়ান্ট। চলতি বছরেই বাইটড্যান্স তাদের প্রধান আর্থিক কর্মকর্তা শাওজি চিউ-কে পদোন্নতি দিয়ে প্রধান নির্বাহী করেছে। চিউ সিঙ্গাপুরের নাগরিক বলে জানিয়েছে রয়টার্স।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews