বার্সেলোনা রবিবার জিরোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। এর ফলে লা লিগার শীর্ষে তিন পয়েন্টের ব্যবধান ফিরে পেয়েছে দলটা। রিয়াল মাদ্রিদ আগের দিন লেগানেসকে হারিয়ে পয়েন্ট সমান করলেও গত রাতের জয়ে হানসি ফ্লিকের দল আবারও এগিয়ে গেল।  

রবার্ট লেভান্ডভস্কি দুটি গোল করেন। যা তাকে লা লিগার গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপ্পের চেয়ে তিন গোল এগিয়ে রেখেছে। তার জোড়া গোলই জয় নিশ্চিত করেছে বার্সার। তাতেই চাঁদরাতের জয়ে ভক্তদের ঈদ উপহারও দিয়েছে কাতালানরা।

প্রথমার্ধের শেষদিকে লাদিসলাভ ক্রেজচির আত্মঘাতী গোলে বার্সেলোনা লিড নেয়। দ্বিতীয়ার্ধে আর্নাত ডানজুমা জিরোনাকে সমতায় ফেরালেও লেভান্ডভস্কির জোড়া গোল ও ফেরান তোরেসের গোল বার্সাকে বড় জয় এনে দেয়।

লেভান্ডভস্কি ম্যাচ শেষে বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, আমরা ধৈর্য ধরে খেলেছি, তাই জিতেছি।’ বয়স নিয়ে প্রশ্ন উঠলেও তিনি বলেন, ‘আমি এখনো শারীরিকভাবে দুর্দান্ত অনুভব করছি, কয়েক বছর আগের তুলনায় পার্থক্য নেই।’

ফ্লিক কোপা দেল রে সেমিফাইনাল সামনে রেখে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিলেও বার্সেলোনা প্রথমার্ধে নিয়ন্ত্রণ ধরে রাখে। লামিন ইয়ামাল ও ফেরমিন লোপেজের দারুণ প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে বিরতির আগেই ক্রেজচির আত্মঘাতী গোল বার্সাকে এগিয়ে দেয়।  

দ্বিতীয়ার্ধের শুরুতে ডানজুমা জিরোনাকে সমতায় ফেরান। তবে দ্রুতই লেভান্ডভস্কির ২৪তম লিগ গোল বার্সাকে ফের লিড এনে দেয়। তিনি লোপেজের হেড পাস পেয়ে অসাধারণভাবে বল জালে পাঠান।  

পরবর্তীতে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে লেভান্ডভস্কি তার ২৫তম গোল করেন। ম্যাচের শেষ দিকে তোরেস চতুর্থ গোল যোগ করেন এবং ইয়ামালের শট ক্রসবারে লেগে ফেরে।  

এটি বার্সার ২০তম ম্যাচ যেখানে তারা চার বা তার বেশি গোল করল, আর তারা এখন সম্ভাব্য ট্রেবলের পথে এগিয়ে চলেছে। লেভান্ডভস্কি বলেন, ‘প্রথমার্ধে আমাদের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু ফাইনাল পাসটা আসছিল না। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলেছি, সুযোগ তৈরি করেছি এবং গোল পেয়েছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews