মহান বিজয় দিবসে সাভারে জাতীয় জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতারা বলেন স্বাধীনতা বিরোধীরা ১৯৭১ এ এদেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। এনসিপি নেতারা বলেন, দেশবাসীকে ৭১ এবং ২৪ এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।