প্রকাশিত: বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস রিপোর্টার: ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে মোটেও ভালো করতে পারছে না বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে সফরকারী বাংলাদেশ দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। আজ হারলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হবে টাইগাররা। তবে আজ শেষ ম্যাচে জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজ জয়ের টার্গেট ছিল বাংলাদেশের। কিন্তু প্রথম ওয়ানডেতে মাঠে নেমে জয় দিয়ে শুরু করতে পারেনি টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫ উইকেটে হেরে যায় মিরাজ বাহিনী। প্রথম ওয়ানডে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ জয়ের আশা ছিল বাংলাদেশের সামনে। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও জয় পায়নি সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে আরো বড় ব্যবধানে। বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করা দলটির সামনে এবার টার্গেট বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা। দুই বছর আগের প্রভিডেন্সে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার প্রতিশোধ নেয়ার সুযোগ দলটির সামনে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশকে ধবলধোলাই করতে চান দলটির অধিনায়ক শাই হোপ। সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজেই বাংলাদেশের কাছে ধবলধোলাই হতে হয়েছে ক্যারিবিয়ানদের। শুধু তাই নয়, লম্বা সময় পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ছন্দে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ১১ ম্যাচে হার, এর মাঝে শেষ দুই সিরিজেই আবার হোয়াইটওয়াশ। এবার সেই পরিসংখ্যান বদলালো ক্যারিবীয়রা। তিন ম্যাচের প্রথম দুটিতে জয় তুলে নিশ্চিত করেছে সিরিজ। এবার তারা কোনভাবেই হোয়াইটওয়াশের সুযোগ মিস করতে চাইবে না। তাই আজকের ম্যাচটা কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। সিরিজ জিতে ওয়ার্নার পার্কে সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণীতে সেই ইচ্ছাই জানিয়েছেন হোপ। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। পাওয়ার প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। জেইডেনকে ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি ও বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছেই। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি ৩-০ করতে পারব।’ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ২২৭ তোলা বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে হারিয়েছে ৩ উইকেট। একপর্যায়ে ১১৫ রানে ৭ উইকেট পড়েছিল বাংলাদেশের। মাহমুদউল্লাহ ও তানজিম সাকিবের ৮ম উইকেটে ৯২ রানের জুটি বাংলাদেশের স্কোরকে কিছুটা বড় করেছে। ক্যারিবিয়ান পেসার সিলস ৯ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট। বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৩৬.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেট ব্যবধানে শাহ হোপের দল শুধু ম্যাচই জেতেনি, দশ বছর পর জিতেছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর দলের ব্যাটারদের কাঠগড়ায় তুলে মিরাজ বলেন, ‘মাঝের ওভারগুলোয় ভালো ব্যাটিং হয়নি। কোনো জুটি গড়ে উঠেনি। একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে, তবে আমরা নিজেরাই ভুল করেছি।’ শুরুতে অল্প রানেই অনেক উইকেট হারালেও সেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল বলে মনে করেন মিরাজ,‘ সিসলসহ ওরা খুব ভালো বল করেছে, আমরা শুরুতে রান পাইনি। শুরুতে দ্রুত উইকেট হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল। তবে স্কোর যথেষ্ট ছিল না। এই উইকেটে ৩০০ বা তার বেশি রান করা দরকার ছিল। ’তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আমরা মাঠে নামব।’ আগামী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র্যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম। সরাসরি বিশ্বকাপের টিকিট না পেলে বাছাইপর্ব খেলে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ থাকবে। হোপ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেতেই সামনের ম্যাচগুলো জিতে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠতে চান, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও ওপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।’
১৯ দেশের অংশগ্রহণে ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট
স্পোর্টস রিপোর্টার: ১৯ দেশের অংশগ্রহণে সানরাইজ-ইউনেক্স জুনিয়র ও সিনিয়র আন্তর্জাতিক টুর্নামেন্ট ঢাকায় শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জুনিয়র টুর্নামেন্ট আগে শুরু হবে। জুনিয়র টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া অংশগ্রহণ করবে। ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া সিনিয়র টুর্নামেন্টে খেলবে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, কানাডা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, জাপান, মালদ্বীপ, ইউক্রেন, ইতালি, ফিনল্যান্ড, বুলগেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ইংল্যান্ড। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে জুনিয়র বিভাগে বাংলাদেশের ৫৫ জনসহ ভারত-ইন্দোনেশিয়া মিলিয়ে মোট ১১৪ জন এবং সিনিয়র বিভাগে বাংলাদেশের ৬১ জনসহ ২২৮ জন অংশগ্রহণ করবে।
জুনিয়র ও সিনিয়র উভয় বিভাগে নারী, পুরুষ একক ও দ্বৈতের পাশাপাশি মিশ্র দ্বৈত পাঁচ ইভেন্টেই খেলা হবে। বিগত আসরে এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে। তাই এবারও সেই রকম কিছু প্রত্যাশা সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানার, 'আমরা দুই বিভাগেই ভালো ফলাফল প্রত্যাশা করছি। বিশেষ করে জুনিয়র বিভাগে বিগত টুর্নামেন্টগুলোতে আমাদের একাধিক পদক ছিল। এবারও সেই রকম কিছু আশা রয়েছে।' সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা নারী ও আরেক সাবেক চ্যাম্পিয়ন জাভেদ পুরুষ দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। এই টুর্নামেন্টে ট্যাকনিক্যাল অফিসিয়াল হিসেবে কাজ করার কথা ছিল আম্পায়ার ইসমাইল নজীব রাসেলের। তার অকালমৃত্যুতে সেই ভার এখন পড়েছে শামীমের ওপর। ব্যাডমিন্টনে প্রসিদ্ধ কোম্পানি ইউনেক্স। বাংলাদেশ বেশ কয়েক বছর ধরেই তারা পৃষ্ঠপোষকতা করে। বিগত সময়ে এই টুর্নামেন্টে বিশ্বের ও এশিয়ার অনেক শীর্ষ র্যাংকিংধারী শাটলার অংশ নিয়েছেন। ইউনেক্স এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হলেও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনকে স্পন্সর জোগাড় করতে হয়েছে। ৭০ লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টে একমি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিক সহায়তা করছে। জুনিয়রে ৫ ও সিনিয়রে ১৫ হাজার ডলার প্রাইজমানি রয়েছে।
১৯ দেশ থেকে প্রায় শতাধিক খেলোয়াড় আসবেন। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ফেডারেশনের নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট ডিরেক্টর তাপতুন নাসরীন বুধবার বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, 'বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে আমরা অবহিত করেছি। এয়ারপোর্ট, হোটেল, ভেন্যু সব জায়গায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।' বছর খানেক পল্টনের ইনডোর সংস্কার হয়েছে। সেখানে আবার খানিকটা ক্রুটি ধরা পড়ে। এরপর আবার পুনরায় সংস্কার কাজ শুরু হয়। এমন কোর্টে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ডানা বলেন, 'কোর্টে কিছু কাজ চলছে আজ-কালকের মধ্যেই শেষ হবে।