দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেমের কার্যক্রম আবারও পিছিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম কার্যকর করা হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 

বিটিআরসি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে বর্তমানে যেসব আমদানিকৃত হ্যান্ডসেট অবিক্রিত বা মজুদ অবস্থায় রয়েছে, সেগুলোর আইএমইআই নম্বর ও অন্যান্য তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য এর আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে অনেক ব্যবসায়ী এখনো নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারেননি।

ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় নিয়ে এনইআইআর চালুর সময়সীমা পিছিয়ে ১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে বলে জানায় কমিশন।

একই সঙ্গে অবিক্রিত ও মজুদ থাকা হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য সব মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছে বিটিআরসি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews