জেলা পর্যায়ে কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সরকারি প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২২ পেয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন কুমিল্লা জেলার সদ্য সাবেক জেলা প্রশাসক ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল হাসান।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) হল অব ফেম এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করেন।

জেলা প্রশাসন টিমের অন্যান্য সদস্যরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা।

কুমিল্লা জেলাধীন ১৭টি উপজেলার শতাধিক শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে রিয়েল টাইম মনিটরিং এ্যাপস ❝LMES❞ এবং স্মার্ট লার্নিং সফটওয়্যার ❝শিক্ষায়তন❞ উদ্যোগের জন্য ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। 

মোহাম্মদ কামরুল হাসান বলেন, এই অর্জন নিঃসন্দেহে আনন্দের, গৌরবের। অবশ্যই জেলা প্রশাসনের সবার আন্তরিক প্রচেষ্টায় শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়ক হয়েছে। এই ধারা অব্যহত থাকুক এই প্রত্যাশা থাকবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews