চেন্নাই সুপার কিংসে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের অধ্যায় শেষ হয়ে গেছে গত আইপিএলের আগেই। তবে আবারও অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে এই কিপার-ব্যাটসম্যানকে। দলটির নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের চোট সেই সুযোগ করে দিতে পারে ৪৩ বছর বয়সী ধোনিকে।

গত রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পান রুতুরাজ। শনিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার খেলা নিয়ে রয়েছে সংশয়। তিনি সময়মতো সেরে না উঠলে এই ম্যাচে অধিনায়কত্ব করতে পারেন ধোনি। ম্যাচের আগের দিন তেমনই ইঙ্গিত দিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। রুতুরাজকে নিয়ে অবশ্য আশাবাদী তিনি।

মাইক হাসি জানান, আমরা খুব আশাবাদী যে শনিবারের জন্য গায়কোয়াড় প্রস্তুত হয়ে যাবে। আমার মনে হয় না (অধিনায়কত্ব) নিয়ে আমরা খুব বেশি ভাবছি। আমাদের কিছু তরুণ খেলোয়াড় এসেছে। সে (ধোনি) উইকেটের পেছনে থাকে। হয়তো সে ভালো কাজ করতে পারবে। আমি নিশ্চিত নই। এই ভূমিকায় তার অভিজ্ঞতা আছে, হয়তো সে এটা করতে পারে। তবে সত্যি বলতে আমি ঠিক নিশ্চিত নই।

২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। তার নেতৃত্বেই পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে দলটি। ২০২২ সালে আসর শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। পরে সেই দায়িত্ব দেওয়া হয় রাভিন্দ্রা জাদেজাকে। কিন্তু দল ভালো করতে না পারায় টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব ছেড়ে দেন জাদেজা। ফের নেতৃত্বে ফেরানো হয় ধোনিকে। পরের বছর দলকে পঞ্চম শিরোপা এনে দেন তিনি।

২০২৪ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচের একদিন আগে ধোনির জায়গায় রুতুরাজকে অধিনায়কত্ব দেওয়ার কথা জানায় চেন্নাই। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে চেন্নাইকে ২৩৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। সেখানে তার জয় ১৪২টি। ২০১৬ ও ২০১৭ আইপিএলে চেন্নাই নিষিদ্ধ থাকার সময় রাইজিং পুনে সুপারজায়ান্টসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।



বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews