টাইব্রেকার কিং মার্টিনেজই, ফেরালেন জোড়া শট

রিয়াল মাদ্রিদের আন্দ্রে লুনিন ম্যানচেস্টার সিটির বিপক্ষে টাইব্রেকারে জোড়া শট ফিরিয়ে নায়ক বনে গেছেন। কিন্তু টাইব্রেকারের আসল রাজা যে এমিলিয়ানো মার্টিনেজ আবারও তা মনে করিয়ে দিলেন এই আর্জেন্টাইন। 

বৃহস্পতিবার রাতে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিলির মুখোমুখি হয় উনাই এমেরির অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল তারা। দ্বিতীয় লেগে ফ্রান্স ক্লাব ২-০ গোলের লিড তুলে নিয়ে সেমিফাইনালের পথে পা বাড়ায়।

কিন্তু ৮৭ মিনিটে ম্যাট ক্যাশ গোল করে ৩-৩ গোলের সমতা করে ফেলেন। অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুটি শট ফেরার কাতার বিশ্বকাপ জয়ী মার্টিনেজ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দলকে জিতিয়েছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে শট ফিরিয়ে বিশ্বকাপ জিতে টাইব্রেকারের রাজা বনে যান ডিবু মার্টিনেজ। 

টাইব্রেকারের রাজা মার্টিনেজ। প্রমাণ দিলেন আবারও। ছবি: এএফপি

তিনি যে রাজাই আছেন অ্যাস্টন ভিলার হয়ে আবারও প্রমাণ করলেন। লিলির নেওয়া প্রথম শটই ফিরিয়ে দেন মার্টিনেজ। অন্য দিকে প্রথম তিন শটেই গোল করে এমেরির দল। তবে মিস করে চতুর্থটি। লিলি আবার প্রথমটি মিস করলেও পরের তিন শটে গোল করে। চার শট শেষে ম্যাচ দাঁড়ায় ৩-৩। মার্টিনেজ শেষ শটটি ফেরালে ও ডগলাস লুইস গোল করলে শেষ চারে উঠে যায় প্রিমিয়ার লিগের টেবিলে সেরা চারে থাকা দলটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews