ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ নিয়ে ঈদে মুক্তির তোড়জোড় চলছিল। তবে ঈদ আসন্ন হলেও এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি সিনেমাটি। এর মধ্যেই শাকিবের চার বছর আগের সিনেমা ‘অন্তরাত্মা’ সেন্সর ছাড়পত্রের জন্য বোর্ডে জমা পড়েছে।

‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে, আর শেষ হয় একই বছর এই চলচ্চিত্রে শাকিবের সাথে জুটি বেঁধেছেন কলকাতার দর্শনা বণিক। এরপর ২০২২ সালের শুরুর দিকে এটি মুক্তির জন্য প্রস্তুত করা হলেও নানা কারণে আটকে যায়। বেশ কয়েকবার ঈদে মুক্তির গুঞ্জন উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি।

সম্প্রতি সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি বলেন, “অন্তরাত্মা কিছু কারণে আটকে ছিল। অবশেষে সব কিছু পেরিয়ে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছি। আজই ছবিটি বোর্ডে প্রদর্শিত হবে।”

তবে ছবিটি ঈদে মুক্তি পাবে কি না, সে বিষয়ে কিছু জানাননি পরিচালক। শুধু বলেছেন, সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা এখনো সেন্সর বোর্ডে জমা পড়েনি। জানা গেছে, সিনেমাটির একটি গানের শুট শেষ করে ২২ মার্চ দুবাই থেকে দেশে ফিরেছেন শাকিব। ঢালিউডে গুঞ্জন উঠেছে, ‘বরবাদ’ একাধিক জটিলতায় আটকে আছে। সেন্সর ছাড়পত্র পেতে সিনেমাটিকে বেশ কিছু নিয়মের বাধা পার করতে হবে।

এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ‘বরবাদ’ মুক্তি অনিশ্চিত হয়ে পড়ায় তড়িঘড়ি করে সেন্সর বোর্ডে জমা পড়েছে শাকিবের ‘অন্তরাত্মা’।

সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে ‘অন্তরাত্মা’র শুটিং হয়েছে। সিনেমাটি তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত।

পরিচালক আরও জানান, “লকডাউনের ঠিক আগে শুটিং শেষ করেছিলাম। ভারতে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছিল। সব কাজ শেষ করে ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন করে লকডাউন শুরু হওয়ায় সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি, ফলে ছবিটি জটিলতার মধ্যে পড়ে।”

এখন প্রশ্ন, ঈদে শাকিব খানের কোন সিনেমা মুক্তি পাবে? ‘বরবাদ’ নাকি ‘অন্তরাত্মা’?

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews