কলকাতার একটি মঞ্চে তখন গান গাইছিলেন পশ্চিমবঙ্গের গায়িকা ইমন চক্রবর্তী। এমন সময় দর্শকের আসন থেকে গায়িকার কণ্ঠে বাংলা গান শুনতে অস্বীকৃতি জানানো হয়।

চিৎকার করে এক যুবক বলে ওঠেন, ‘হিন্দি গানা গাইয়ে, নাচেঙ্গে’। এতে মোটেও অবাক হননি ইমন চক্রবর্তী। দৃঢ় কণ্ঠে করলেন প্রতিবাদ। ভারতের বাংলা গানের এই গায়িকার প্রতিবাদের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনের কেউ কেউ আবার ইমনের এই প্রতিবাদের সমর্থন জানিয়েছেন।

মঞ্চে গান গাওয়ার সময় হিন্দি গানই গাওয়ার অনুরোধ আসে। কোনো কোনো শিল্পীকে সেসব অনুরোধ রক্ষা করতেও দেখা যায়। কেউ আবার স্টেজে হিন্দি গান গাওয়ার সেসব ভিডিও চিত্র নিজেদের ফেসবুকে পোস্টও করেন। আবার কোনো শিল্পী আয়োজকদের এসব অনুরোধ মানেন না। পশ্চিমবঙ্গের এই গায়িকাও মানেননি। বাংলা গান গাওয়ার সময়ে ভিন্ন ভাষার শ্রোতার দাবি ছিল, হিন্দি গান গাইতে হবে। তাঁকেও জবাব দিয়েছেন ইমন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews