পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানে হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কিছুদিন ধরে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধেও লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। এমন অবস্থার মধ্যেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক পারমাণবিক বোমারু বিমান বি-২ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটি ইয়েমেন ও ইরানে হামলার জন্য বেশ কাছাকাছি অবস্থিত। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ইয়েমেনে লাগাতার বোমা হামলার মধ্যে ভারত মহাসাগরীয় দ্বীপ ডিয়েগো গার্সিয়ার একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে বলে গতকাল নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মধ্যপ্রাচ্যে পেন্টাগনের নৌসম্পদ শক্তিশালী করার জন্য অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। রয়টার্স বলছে, পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে নির্দিষ্ট বিমানের কোনো উল্লেখ করা হয়নি। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, কমপক্ষে চারটি বি-২ বোমারু বিমান ভারত মহাসাগরীয় দ্বীপ ডিয়েগো গার্সিয়ার একটি মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কারা এ তথ্য জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ঘাঁটিটি ইয়েমেন বা ইরানে হামলার জন্য যথেষ্ট কাছাকাছি অবস্থিত। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা সেন্টকমের আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলে সংঘাতকে আরও বিস্তৃত বা বাড়িয়ে তুলতে চাইছে এমন যে কোনো রাষ্ট্র বা অরাষ্ট্রীয় পক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।’

রয়টার্স বলছে, বি-২ বোমারু বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং মার্কিন বিমান বাহিনীর কাছে মাত্র ২০টি এ জাতীয় বিমান থাকায় এগুলো সাধারণত খুব কম ব্যবহার করা হয়। গত বছরের অক্টোবরে বাইডেন প্রশাসন ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই বোমারু বিমানগুলো ব্যবহার করেছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews