দেশ আজ চরম সংকটে রয়েছে। অর্থনৈতিক অবস্থা নাজুক। ব্যাংকের অর্থ লোপাট হয়ে যাচ্ছে। দুর্নীতির করালগ্রাসে দেশ তলিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ।

বুধবার রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডের প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

কাজী ফিরোজ রশিদ বলেন, জি এম কাদের বিরোধীদলীয় নেতার নামে গৃহপালিত ক্রীতদাস। ক্রীতদাসের পায়ে শিকল পরা থাকে। তাকে বিরোধীদলীয় নেতা বানানো সরকারের তামাশা। পুতুল নাচের সুতো যার হাতে থাকে সে যেভাবে নাচায় সেভাবেই নাচতে হয়। রওশন এরশাদ নির্বাচন করলে ইতিহাস অন্য রকম হতো। এসময় তিনি আগামী ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবাষিকীর স্মরণ সভায় সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান। 

পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ। আরও বক্তব্য রাখেন সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য ইয়াহ ইয়া চৌধুরী, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, খন্দকার মনিরুজ্জামান টিটু, এম এ কুদ্দুস খান, ভাইস চেয়ারম্যান হাজী নাসির সরকার, আব্দুল আজিজ, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, এস এম হাসেম, এস এম আল জুবায়ের, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম, প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু, সমবায় বিষয়ক সম্পাদক পারভেজ আলম মীর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাহিন আরা সুলতানা রিমা, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক চিশতী খায়রুল আবরার শিশির, যুগ্ম-এনজিও বিষয়ক সম্পাদক আবু জাফর কামাল প্রমুখ।

রিফাতুল ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক: দলের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ রবিবার দলীয় মহাসচিব কাজী মামুনূর রশিদের সুপারিশক্রমে পার্টির দশম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে রিফাতুল ইসলামকে (ঝালকাঠী) জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করেন। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডি প্রতিদিন/আরাফাত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews