মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন চলমান আন্তঃসীমান্ত হামলার মধ্যে বৈরুতে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সাথে দেখা করেছেন। যুদ্ধবিরতির অগ্রগতির আলোচনায় দুপক্ষের দ্বিতীয় বৈঠক এটি। এরপর বুধবার ইসরাইলে পৌঁছেছেন তিনি। 

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। 

একজন ইসরাইলি কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেছেন, হোচস্টেইনের সময়সূচী এখনও চূড়ান্ত হয়নি। যদিও অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, প্রবীণ রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন। ইসরাইলে পৌঁছানোর পর, হোচস্টেইন এরইমধ্যে নেতানিয়াহুর শীর্ষ উপদেষ্টা কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সাথে দেখা করেছেন।

বেরির সাথে তার দ্বিতীয় বৈঠকের পর লেবাননে হোচস্টেইন বলেছেন, লেবাননের সরকার এবং হিজবুল্লাহ অনেকাংশে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত, যদিও কিছু ইস্যুতে এখনো দ্বন্দ্ব  রয়ে গেছে। 

এদিকে জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, গত দুই মাসে লেবাননে ২০০ জনেরও বেশি শিশু নিহত এবং ১১০০ জন আহত হয়েছে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩১।

সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল বড় আক্রমণ শুরু করলে পুরনো সংঘাত সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়। এরপর কয়েক দফায় লেবাননে যুদ্ধবিরতির চেষ্টা করেও এখনো সফলতা মিলেনি। ইসরাইল বলছে, যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলার স্বাধীনতা চায় তেল আবিব। তবে এই ধরণের শর্ত মানার পক্ষে নয় লেবানন সরকার এবং হিজবুল্লাহ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews