টি-টোয়েন্টিতে যেন থামার নামই নেই এইডেন মার্করামের। এসএ টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবার সেই ছন্দ টেনে আনলেন আন্তর্জাতিক ক্রিকেটেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তার বিধ্বংসী ব্যাটিংয়ে একপেশে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

পার্ল বোল্যান্ড পার্কে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপেই পড়েনি স্বাগতিকরা। মাত্র ১৭ দশমিক ৫ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। উইকেট ও বল হাতে রেখে জয়ের বিচারে এটি ক্যারিবীয়দের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় টি-টোয়েন্টি জয়।

এর আগে, ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও বড় ইনিংস গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জনসন চার্লস ও ব্রেন্ডন কিং ঝোড়ো শুরু দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। মাঝের দিকে শেরফান রাদারফোর্ড ও ম্যাথু ফোর্ড দ্রুত ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।

ষষ্ঠ উইকেটে রভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ারের ৭৪ রানের জুটিতে কিছুটা লড়াইয়ের রং পায় ইনিংস। হেটমায়ার ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করেন। তবে শেষ দিকে গতি কমে যাওয়ায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রানেই থামে উইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জর্জ লিন্ডে। ২৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। কেশভ মহারাজ ও করবিন বশ নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল প্রোটিয়ারা। পাওয়ার প্লেতেই কোনো উইকেট না হারিয়ে তুলে ৬৮ রান। লুয়ান দ্রে প্রিটোরিয়াস ও মার্করামের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। প্রিটোরিয়াস ২৮ বলে ৪৪ রান করে ফিরলেও ম্যাচ তখন কার্যত হাতছাড়া হয়ে যায় উইন্ডিজদের।

শেষ পর্যন্ত অধিনায়ক মার্করাম ও রায়ান রিকেলটন অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। মার্করাম খেলেন দুর্দান্ত ৮৬ রানের ইনিংস, যেখানে ছিল ৯ চার ও ৩ ছক্কা। রিকেলটনের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪০ রান। উইন্ডিজের হয়ে একমাত্র সান্ত্বনা উইকেটটি নেন রোস্টন চেজ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews