টি-টোয়েন্টিতে যেন থামার নামই নেই এইডেন মার্করামের। এসএ টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবার সেই ছন্দ টেনে আনলেন আন্তর্জাতিক ক্রিকেটেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তার বিধ্বংসী ব্যাটিংয়ে একপেশে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।
পার্ল বোল্যান্ড পার্কে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপেই পড়েনি স্বাগতিকরা। মাত্র ১৭ দশমিক ৫ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। উইকেট ও বল হাতে রেখে জয়ের বিচারে এটি ক্যারিবীয়দের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় টি-টোয়েন্টি জয়।
এর আগে, ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও বড় ইনিংস গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জনসন চার্লস ও ব্রেন্ডন কিং ঝোড়ো শুরু দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। মাঝের দিকে শেরফান রাদারফোর্ড ও ম্যাথু ফোর্ড দ্রুত ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।
ষষ্ঠ উইকেটে রভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ারের ৭৪ রানের জুটিতে কিছুটা লড়াইয়ের রং পায় ইনিংস। হেটমায়ার ৪ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করেন। তবে শেষ দিকে গতি কমে যাওয়ায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রানেই থামে উইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জর্জ লিন্ডে। ২৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। কেশভ মহারাজ ও করবিন বশ নেন দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল প্রোটিয়ারা। পাওয়ার প্লেতেই কোনো উইকেট না হারিয়ে তুলে ৬৮ রান। লুয়ান দ্রে প্রিটোরিয়াস ও মার্করামের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। প্রিটোরিয়াস ২৮ বলে ৪৪ রান করে ফিরলেও ম্যাচ তখন কার্যত হাতছাড়া হয়ে যায় উইন্ডিজদের।
শেষ পর্যন্ত অধিনায়ক মার্করাম ও রায়ান রিকেলটন অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। মার্করাম খেলেন দুর্দান্ত ৮৬ রানের ইনিংস, যেখানে ছিল ৯ চার ও ৩ ছক্কা। রিকেলটনের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪০ রান। উইন্ডিজের হয়ে একমাত্র সান্ত্বনা উইকেটটি নেন রোস্টন চেজ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া