জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারগুলোকে সহায়তার জন্য গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ কাজ করছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, প্রথম পর্বে শহীদ পরিবারকে ৩০ লাখ করে টাকা দেওয়া হবে। এর আগে ৬ অক্টোবর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা অভ্যুত্থানে নিহত ৭৩৭ জনের খসড়া তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শহীদদের একটি তালিকা হয়েছে। এই তালিকা করতে গিয়ে একটি বিষয় তাঁদের ভোগাচ্ছে। শহীদ ও আহত ব্যক্তিদের কাগজপত্র সেই সময় (বিগত সরকারের সময়) সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক কাগজপত্র সরিয়ে ফেলার কারণে অনেক জায়গা থেকে তথ্য পেলেও হাসপাতালের সঙ্গে ‘ক্রস চেক’ করা যায়নি। ফলে মাঠপর্যায় থেকে যাচাই–বাছাই করে আনতে হচ্ছে। যেসব হাসপাতাল থেকে কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে, যাঁরা নির্দেশ দিয়েছেন, তাঁদের সবার বিষয়ে তদন্ত হচ্ছে। সেই দোষী ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews