পাকিস্তানের বিখ্যাত সুরকার জুলফিকার আলী আত্রে মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। জুলফিকারের মৃত্যুতে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের গণমাধ্যমটি বলছে, দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুলফিকারের অবদান অনেক। নিজের ক্যারিয়ারে ৫০টির বেশি ছবিতে সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সুর দিয়ে দর্শকদের টানতে পারার সক্ষমতা ছিল তার।

সবশেষ ওয়েলকাম পাঞ্জাব সিনেমায় মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন জুলফিকার। কিন্তু তিনি তা শেষ করতে পারেননি। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

২০২৪ সালে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পান জুলফিকার। দেশের সংস্কৃতিতে অনবদ্য অবদানের জন্য  ‘প্রাইড অব পারফরমেন্স’ পদক পান তিনি। 

লাহোরের ইকবাল টাউনের ৩০৪ খাইবার ব্লকের নিজ বাড়িতে শুক্রবার দুপুর ১টায় তাকে সমাহিত করা হয়। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews