দিনাজপুরের চিরিরবন্দরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজনকে রোববার (২৩ মার্চ) সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।



শনিবার (২২ মার্চ) রাতে চিরিরবন্দর উপজেলার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- মোস্তাফিজুর রহমান ফিজার ও অ্যাডভোকেট অনিমেষ রায়।







দুজনের মধ্যে মোস্তাফিজুর চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অনিমেষ রায় উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।  

এ বিষয়ে চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, রাজনৈতিক মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫

এসআরএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews