পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আদালতের নির্দেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। তাকে দেশে ফিরিয়ে আনতে যা প্রয়োজন তাই করবে সরকার। গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনে নির্বিচারে হত্যাকান্ড চালানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বিচারের জন্য তাকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে। আদালত এক মাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন তা আমরা অবশ্যই করব। আনঅফিশিয়ালি জানতে পেরেছি, তিনি দিল্লিতেই অবস্থান করছেন। এ ছাড়া ওবায়দুল কাদেরসহ যে ৪৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তারা কোথায় আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সেটিও জানার চেষ্টা করছে। শেখ হাসিনাকে কী প্রক্রিয়ায় আনা হবে- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ নয়। কোর্ট বলেছেন তাদের গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না, কারণ তিনি দেশে নেই। তখন পুলিশ আমাদের কাছে আসবে। এটুকুই আজকে বলতে পারি। তৌহিদ হোসেন বলেন, বিগত সরকারের আমলে মার্কিনিদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছিল। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তা কেটে গেছে। এদিকে বাংলাদেশসহ কয়েকটা দেশের ভিসা ইস্যুতে নতুন আইন করছে ইতালি। এর ফলে বাংলাদেশিদের ভিসা পেতে দেরি হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews