নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক নাটকীয় পুনর্গঠন পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে শুক্রবার (১১ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতর এক হাজার ৩০০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করেছে। সমালোচকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব এবং বিদেশে হুমকি মোকাবেলার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিভাগটি এক হাজার ১০৭ জন বেসামরিক কর্মচারী এবং ২৪৬ জন বিদেশী পরিষেবা কর্মকর্তাকে ছাঁটাইয়ের নোটিশ পাঠিয়েছে। তারা যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা একটি অনুলিপি অনুসারে, নোটিশগুলোতে বলা হয়েছে যে পদগুলো ‘বিলুপ্ত’ করা হচ্ছে এবং কর্মচারীরা বিকেল ৫টার মধ্যে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সদর দফতর, তাদের ইমেল এবং শেয়ার্ড ড্রাইভে তাদের অ্যাক্সেস হারাবেন।
ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালনের পর ২০১১ সালে পররাষ্ট্র দফতর থেকে অবসর গ্রহণকারী অ্যান বোডিন, ‘আমরা ইউনিফর্ম পরিহিত ব্যক্তিদের নিয়ে কথা বলি। কিন্তু বিদেশী পরিষেবার কর্মকর্তারা সামরিক কর্মকর্তাদের মতোই শপথ গ্রহণ করেন। যারা তাদের দেশের সেবা করেছেন এবং আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন তাদের সাথে এমন আচরণ একবারেই কাম্য নয়।’
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তাদের রিপাবলিকান সমর্থকরা এই ছাঁটাইকে বিভাগকে আরো কার্যকর ও সাশ্রয়ী করার জন্য প্রয়োজনীয় বলে প্রশংসা করেছেন, তবে বর্তমান ও সাবেক কূটনীতিকরা এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৈদেশিক প্রভাব হ্রাস করবে এবং বিদেশে বিদ্যমান ও সম্ভাব্য হুমকির মোকাবেলায় দেশের সক্ষমতাকে দুর্বল করে দেবে।
সূত্র : এপি