ঢাকা: আগামী সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে এক যৌথসভা ডেকেছে দলটি। সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।



আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ যৌথসভায় উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক এবং এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এসকে/এএটি।


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews