শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্যে সম্প্রতি দলটিতে যোগ দেওয়া হিন্দু ধর্মাবলম্বী উত্তম ভট্টাচার্য বলেন, ‘এই দেশে জামায়াত ইসলামীকে কেউ গালি দিয়ে কথা বলবেন না, জামায়াত ইসলামী রাজাকার না।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দেশে সাতবার হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা চালানো হয়েছে বলে অভিযোগ করে উত্তম ভট্টাচার্য বলেন, ‘সাত সাতবার যা হয়েছে, প্রতিবারই দোষ দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ও বিএনপিকে।’

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিবার হিন্দুদের প্রতি সহিংসতার ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামীকে দায়ী করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘বলা হয়, জামায়াত এই দেশের রাজাকার। তারা হিন্দুদের খুন করেছে, বাড়িঘর লুটপাট করেছে, দখল করেছে। আমি তো তা দেখিনি।’

এছাড়া, ‘আমি দেখেছি যে জামাত ইসলামী প্রতিবাদী দল। তাই আমি অসংখ্য হিন্দু ভাইদেরকে নিয়ে জামায়াত ইসলামীতে যোগদান করেছি’, যোগ করেন তিনি।

সূত্র: https://www.facebook.com/watch/?v=1058029126184961



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews