আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা মমতাজ বেগমকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখনই বলা যাচ্ছে না। তবে তাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে তোলা হবে।”

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে ডিবি এই কর্মকর্তা। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews