তবে গত মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযুক্ত করে একটি বিবৃতি দিয়েছিল কানাডা। তাতে বলা হয়েছিল, অমিত শাহ কানাডায় ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে সম্পৃক্ত। তখন অটোয়া এটা বলেছিল যে, ২০২৩ সালে কানাডায় বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা নিজ্জর হত্যার সঙ্গে ভারতের সরকারি কর্মকর্তারা জড়িত। এ বিষয়ে তাদের হাতে প্রমাণ রয়েছে।
চলতি সপ্তাহে কানাডার সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেইল দাবি করে, কানাডার নিরাপত্তা সংস্থাগুলো বিশ্বাস করে যে, দেশটিতে সহিংস পরিকল্পনা সম্পর্কে মোদি জানতেন। বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অজিত দোভালও অবগত ছিলেন।