লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এর মধ্যে একটি ঘরে থাকা আয়াত নামে ৪ মাস বয়সি এক শিশু মারা গেছে। 

মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডর নরিমপুর এলাকায় ইয়াছিন মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে দুলাল ঘরের বাইরে যান। পরে ঘরে এসে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। আগুনে প্রতিবেশী শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘরও পুড়ে গেছে। 

খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘর তিনটি পুড়ে যায়। এর মধ্যে একটি ঘরের বিছানায় থাকা আয়াত পুড়ে মারা যায়।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পিয়াস চন্দ্র সরকার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনোর সূত্রপাত হতে পারে। ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

ফারাশিদ বিন এনাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে টিনসহ আরও আর্থিক সহযোগিতা করা হবে।

বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews