কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন। আর নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে জরিমানা করা হয়েছে।





শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা সাক্কুর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। শনিবার দুপুরে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ তুলে ধরেন।

এ সময় সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সব অন্তরায় দূর করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

শনিবার দুপুরে তিনি নগরীর চকবাজার দেশওয়ালি পট্টি, কাপুড়িয়াপট্টি রাজগঞ্জসহ নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন।

এদিকে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার যথাসময়ে নগরীর কান্দিরপাড়ে বাদুরতলা এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় আচরণবিধি লংঘনের অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া নিয়ে গণসংযোগে অংশ নেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। এতে নির্বাচনি আচরণবিধি লংঘন হয়েছে বলে অভিযোগ করে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, আমার কোনো এক সমর্থক প্রচারে একটি ঘোড়া নিয়ে এসেছে বলে জানতে পেরেছি। বিষয়টা আমার জানা ছিল না, আমি পারতপক্ষে আচরণবিধি লংঘনের মতো কোনো কাজ করার চেষ্টা করি না। আমি গণসংযোগ করি সাধারণ ভোটারদের কাছে যাই। তাদের কাছে ভোট প্রার্থনা করি।

অপরদিকে নগরীর মহানগর আওয়ামী লীগ কার্যালয় নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে বৈঠক করেছেন দলীয় নেতাকর্মীরা। বিকাল ৩টায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সবকটি সড়কে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হবে। এতে দলের দশটি টিম প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আচরণবিধি লংঘন করেছেন বলে শুনেছি। আমি উদাত্ত আহ্বান করব প্রার্থীরা যেন আচরণবিধি বজায় রেখে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যান, এক্ষেত্রে আমি সকল প্রার্থীদের সহযোগিতা কামনা করছি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews