শাড়ি

এই বাজারে একেবারে সাধারণ সুতির শাড়ি কেনা যাবে ১০০ থেকে ১৫০ টাকায়। অন্যদিকে জর্জেট, কাতান বা জরি-চুমকি বসানো কাজ করা শাড়ি কেনা যাবে ২০০ থেকে ৩০০ টাকায়। বুঝতেই পারছেন, এগুলো ‘সেকেন্ড হ্যান্ড’। তবে লুক একদম নতুনের মতো। অনেকে কাঁথা বানানোর জন্যও এখান থেকে রংবেরঙের সুতি শাড়ি কেনেন।

ব্যাগ

এই বাজারে যে কী সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি আর সেকেন্ড হ্যান্ড ব্যাগ আছে, না দেখলে বিশ্বাস করা কঠিন। আমি নিজেই ২০০ টাকায় একটা নকশা করা কাপড়ের ব্যাগ, সংগ্রহে রাখার জন্য ১০০ টাকায় একটা মিনি ব্যাগ (অনেকটা ব্যাগের মিনিয়েচার) আর কৃত্রিম চামড়ার একটা ব্যাগ কিনেছি ৫০০ টাকায়। সুন্দর সুন্দর স্যান্ডেলের সংগ্রহও চোখে এড়াল না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews