জুলাই আন্দোলন নিয়ে তৈরি হয়েছে প্রথম সিনেমা ‘দ্য রিমান্ড’। আশরাফুর রহমানের পরিচালনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াৎ, মারুফ আকিব প্রমুখ। ইতোমধ্যে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি জমা দেয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বর সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড পরীক্ষণ কার্যক্রম স¤পন্ন হয়েছে। তবে অজ্ঞাত কারণে এখনো সনদপত্র পায়নি। বোর্ডের সদস্যরা শিগগিরই সিনেমাটি ছাড়পত্র দিবেন বলে আশাবাদী প্রযোজক অ্যাডভোকেট বেলায়েত হোসেন। সিনেমাটি নিয়ে অভিনেতা আবির চৌধুরী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন ঘটেছে। এটা আমাদের অনন্য অর্জন। এই অর্জনকে দালিলিক রূপ দিতে পরিচালক আশরাফুর রহমান সিনেমাটি নির্মাণ করেছেন। আমি এই সিনেমার অংশ হতে পেরে গর্বিত। আমি মনে করি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ‘ওরা ১১ জন’ যেমন প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে, আগামী প্রজন্মের কাছেও ‘দ্য রিমান্ড’ জুলাই বিপ্লবের পর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে। প্রযোজক চান সিনেমাটি দ্রুত সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews