বৃহস্পতিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

আসন্ন এই হোম সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে বিশ্বকাপের আগেই ওয়ানডে র‌্যাংকিংয়ে সাত নম্বর পজিশন থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। 

এর আগে একবারই পাকিস্তানকে টপকে র‍্যাংকিংয়ের ছয়ে উঠেছিল বাংলাদেশ। কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলে র‍্যাংকিংয়ে আবারো ছয়ে উঠে যাবে টাইগাররা। তখন টাইগারদের রেটিং পয়েন্ট হবে ৯৯। নিউজিল্যান্ডের কমে গিয়ে হবে ৯৬।

বর্তমানে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বর পজিশনে আছে বাংলাদেশ। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলংকা। ৮০ রেটিং নিয়ে নয় নম্বরে রয়েছে আফগানিস্তান। দশে অবস্থান করা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৬৮।

র‍্যাংকিংয়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পজিশনে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারতের অবস্থান তিন নম্বরে। ১১৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দলটি। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews