সিলেট বিভাগের বাংলাবাজার সীমান্ত এলাকা থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল সকাল সাড়ে ৮টায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার বিওপির টহল দল মৌলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তির ভূপেন্দ্র গারোর ছেলে করল গারো (৪৫) ও মালুছ গারো (৩০)। তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। ওই দুই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল বলে জানান তিনি। লে. কর্নেল হাফিজুর রহমান জানান, দুই ভারতীয় নাগরিক আটক ছাড়াও গতকাল সুনামগঞ্জের বাংলাবাজার ও সোনালীচেলা এবং সিলেটের পান্থুমাই, ডিবিরহাওর, উৎমা, বিছনাকান্দি, তামাবিল ও কালাসাদেক বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, চা পাতা ও মাদক জব্দ করে। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিংমাছ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews