ইন্দোনেশিয়া এখন বিশ্বে করোনার নতুন হটস্পট। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ হাজার ১৬৮ জন আর প্রাণ হারিয়েছে ১৭৫৬ জন। এনিয়ে সেখানে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৩৭৪ জন আর প্রাণ হারিয়েছে ৯২ হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় এক লাখ মানুষ। এই সময়ে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ৪১৯ জন।

গত ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কমতে শুরু করেছিলো। সে মাসের ১২ তারিখে সর্বশেষ এক লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছিলো। তারপরে এখন আবার তা প্রায় লাখের কাছে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার জন আর প্রাণ হারিয়েছে ৬ লাখ ২৯ হাজার।

বিশ্বে একদিনে করোনায় ৬ লাখ ৪১ হাজার আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯ কোটি ৮০ লাখ মানুষ। আর একদিনে ৯ হাজার ৩৩৯ জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ২৩ হাজারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews