পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে বিদ্যমান সংকট নিরসনের জন্য গত ২১ মে থেকে ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পবিস শ্রমিকরা। শনিবার (৩১ মে) ১১তম দিনের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা স্বাভাবিক রেখে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পবিস শ্রমিকরা।

১১তম দিনে কর্মসূচিকে কেন্দ্র করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে আরও বেশি পবিস শ্রমিক জড়ো হচ্ছেন শহীদ মিনারে। এদিন শহীদ মিনার এলাকা ঘুরে এবং অবস্থানরতদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।  

গত ২১ মে থেকে ৭ দফা দাবিতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মাঠ পর্যায়ে সব সমিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করছে। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে টানা ১১তম দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা।

সরকারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোনও ইতিবাচক সাড়া না পেলে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শহীদ মিনারে অবস্থানরত পবিস শ্রমিকরা। তবে এখনও পর্যন্ত জনভোগান্তি সৃষ্টি করে আন্দোলনের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পবিস শ্রমিকরা।

আন্দোলনকারীরা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন ও নিপীড়ন থেকে ‘মুক্তি অথবা মৃত্যু’ প্রতিপাদ্য নিয়ে ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সংকটের গভীরতা উপলব্ধি করে কালক্ষেপণ না করে দ্রুততার সঙ্গে সমাধানের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে— তার দায়দায়িত্ব বিদ্যুৎ বিভাগসহ সরকারের সংশ্লিষ্টদের বহন করতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews