২০২৫ সালের পর থেকেই শুরু হচ্ছে বছরভিত্তিক নামকরণ— অর্থাৎ, আইওএস২৬, ম্যাকওএস২৬, আইপ্যাড২৬ সহ অন্যান্য সব প্ল্যাটফর্মের নামেই থাকবে একই সংখ্যার ব্যবহার।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনের লক্ষ্য হলো সফটওয়্যার সংস্করণগুলোর মধ্যে সামঞ্জস্য আনা।



নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের শেষভাগে যেসব অপারেটিং সিস্টেম প্রকাশিত হবে, সেগুলো ২০২৬ সালের সংখ্যায় নামকরণ করা হবে। যেমন, ২০২৫ সালের সেপ্টেম্বরে যে আইওএস সংস্করণ আসবে, সেটি হবে আইওএস২৬।

তবে অ্যাপলের হ্যান্ডসেট, অর্থাৎ আইফোনের নামকরণে কোনো পরিবর্তন আনার ইঙ্গিত পাওয়া যায়নি। আইফোন ১৬ ইতোমধ্যে বাজারে এসেছে এবং আইফোন ১৭ বাজারে আসবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। ফোন মডেলের ক্ষেত্রে বছরভিত্তিক নামকরণ চালু করার কোনো পরিকল্পনার কথা এখনো জানা যায়নি।

অ্যাপল শুধু নামেই নয়, ফিচারেও বড় পরিবর্তন আনছে। আইপ্যাডে আসছে আরও পেশাদার ব্যবহার উপযোগী ফিচার, যাতে এটি ম্যাকের মতো কার্যকর হয়ে ওঠে। পাশাপাশি, অ্যাপল ইন্টালিজেন্স এআই প্রোগ্রামের আওতায় থার্ড-পার্টি ডেভেলপারদের জন্য খুলে দেওয়া হবে অ্যাপলের নিজস্ব এআই মডেল ব্যবহারের সুযোগ। এই এআই প্রযুক্তি ব্যবহার করে ডিভাইসের ব্যাটারি পারফরম্যান্সও নিয়ন্ত্রণ করা যাবে।

অ্যাপলের এই পরিবর্তনগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী ৯ জুন, বিশ্বব্যাপী ডেভেলপার সম্মেলন (ডব্লিউডব্লিউডিসি)–এ।  

এই বছর-ভিত্তিক নামকরণ পদ্ধতিটি আগে থেকেই মাইক্রোসফট ও স্যামসাং-এর মতো প্রতিষ্ঠান ব্যবহার করে আসছে। এখন অ্যাপলও সেই পথেই হাঁটছে, যার ফলে ব্যবহারকারী ও ডেভেলপারদের জন্য সফটওয়্যার সংস্করণ বুঝতে আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

এমএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews