২০২৫ সালের গ্র্যামি পুরস্কারের মনোনয়নে রেকর্ড গড়েছেন বিয়ন্সে নোলসে। আসন্ন আসরে ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি বিভাগে মনোনীত ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন মার্কিন পপ তারকা। 

তার সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। 

বিয়ন্সে এর আগে, ২০০৯ সালে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে এবার তিনি তার ব্যক্তিগত সেই রেকর্ডকেই অতিক্রম করেছেন।

বিয়ন্সেসহ মোট পাঁচজন প্রভাবশালী নারী শিল্পী এ বছর গ্র্যামির প্রধান তিনটি ক্যাটাগরিতে—রেকর্ড অফ দ্য ইয়ার, সাং অফ দ্য ইয়ার এবং অ্যালবাম অফ দ্য ইয়ার—মনোনীত হয়েছেন। 

বিয়ন্সে ছাড়া বাকি চার শীর্ষ নারী শিল্পী হলেন- টেলর সুইফট, বিলি আইলিশ, চ্যাপেল রোন এবং সাবরিনা কারপেন্টার।

প্রধান বিভাগগুলোর মনোনয়ন:

রেকর্ড অফ দ্য ইয়ার:

  • ‘টেক্সাস হোল্ড ‘এম’ – বিয়ন্সে
  • ‘ফোর্টনাইট’ – টেলর সুইফট ও পোস্ট ম্যালোন
  • ‘গুড লাক, বেব!’ – চ্যাপেল রোন
  • ‘বার্ডস অফ এ ফেদার’ – বিলি আইলিশ
  • ‘এসপ্রেসো’ – সাবরিনা কারপেন্টার

অ্যালবাম অফ দ্য ইয়ার:

  • ‘কাউবয় কার্টার’ – বিয়ন্সে
  • ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ – টেলর সুইফট
  • ‘শর্ট এন’ সুইট’ – সাবরিনা কারপেন্টার
  • ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ – বিলি আইলিশ
  • ‘দ্য রাইজ অ্যান্ড ফল অফ এ মিডওয়েস্ট প্রিন্সেস’ – চ্যাপেল রোন

সং অফ দ্য ইয়ার:

  • ‘টেক্সাস হোল্ড ‘এম’ – বিয়ন্সে
  • ‘বার্ডস অফ এ ফেদার’ – বিলি আইলিশ
  • ‘ডাই উইথ এ স্মাইল’ – লেডি গাগা ও ব্রুনো মার্স
  • ‘ফোর্টনাইট’ – টেলর সুইফট ও পোস্ট ম্যালোন
  • ‘গুড লাক, বেব!’ – চ্যাপেল রোন
  • ‘প্লিজ প্লিজ প্লিজ’ – সাবরিনা কারপেন্টার

অন্যান্য উল্লেখযোগ্য মনোনয়ন:

বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরিতে সাবরিনা কারপেন্টার, চ্যাপেল রোন, রে এবং আরও কয়েকজন শিল্পী মনোনীত হয়েছেন।

এ বছরের গ্র্যামি মনোনয়নে নারীদের আধিপত্য বিশেষভাবে লক্ষ্যণীয়। অ্যালবাম অফ দ্য ইয়ার এবং রেকর্ড অফ দ্য ইয়ার বিভাগে মনোনীত ৮টির মধ্যে ৬টি স্লটই নারীদের দখলে। যা ইঙ্গিত দেয় যে, সঙ্গীতজগতে নারীদের ভূমিকা ক্রমাগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews