২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এবি ডি ভিলিয়ার্স মাঠে ফিরছেন আবারও। তাও আবার অধিনায়ক হয়ে। তবে তা জাতীয় দলে নয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) লিগে।

নিজের ভেরেফাইড ফেসবুক পেজে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ‘মি ৩৬০ ডিগ্রি’ খ্যাত সাবেক এই মারকুটে ব্যাটার।

আগামী ১৮ জুলাই শুরু হবে ডব্লিউএইএলের এবারের আসর। মূলত অবসরপ্রাপ্ত ও ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেন। ডি ভিলিয়ার্স নেতৃত্ব দিবেন তার দেশের দল ‘গেম চ্যাঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স’-এর।

ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক এক ভিডিও বার্তায় বলেন, 'চার বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলাম। কারণ আর খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। মাঝে অনেকদিন চলে গেছে এবং আমার ছেলেও খেলা শুরু করেছে। আমরা একসঙ্গে বাগানে খেলি এবং মনে হয় আমার ভেতরে কিছুটা আগুন রয়ে গেছে। তাই আমি জিম এবং নেটে ফিরছি এবং জুলাইয়ে ডব্লিউসিলের জন্য প্রস্তুতি নিচ্ছি।'

এবির দলে আছেন এই দলে আরও আছেন জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন ও ইমরান তাহিরের মতো কিংবদন্তিরা। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews