বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘সেলিব্রেটি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্রিকেট মাঠে উপস্থাপন ভঙ্গি ও পোশাক সংক্রান্ত নানা অভিযোগে লিগের কয়েকজন মেন্টরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন।


আইনজীবীর দাবি, এই লিগে অংশগ্রহণকারী কিছু নারী তারকার পোশাক এবং আচরণ ছিল ‘অশ্লীল’ ও ‘অনুপযুক্ত’, যা পারিবারিকভাবে খেলার উপভোগে বাধা তৈরি করেছে। তার ভাষায়, ক্রিকেট এখন আর পরিবার নিয়ে দেখা যায় না। কিছু নারী খেলোয়াড় নিজেদের ফিগার প্রদর্শনের জন্য মাঠে নামেন—এটা খেলা নয়, অশালীনতা ছড়ানোর অপচেষ্টা।

এই অভিযোগে যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, তামিম রহমান অংশু, প্রবীণ রহমান চৌধুরী এবং অভিনেত্রী মারিয়াম, কেয়া পায়েল, সিনথিয়া ইয়াসমিন, শাম্মি ইসলাম নীলা ও আলিশা। অভিযোগকারী পক্ষ মনে করছেন, লিগের মেন্টররা এই পরিস্থিতির দায় এড়াতে পারেন না।


অভিনেত্রী মারিয়াম দাবি করেছেন, আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? আমি ক্রিকেট ভালোবাসি বলেই খেলছি। গান পারি না, ফুটবলও খেলি না। এখানে এসেছি দর্শকদের এন্টারটেইন করতে।

তিনি বলেন, সবসময় মন খারাপ হয়, কারণ সময় পাই না। সারাদিন প্র্যাকটিস, তারপর খেলার প্রস্তুতি নিতে হয়। আমরা ফান দিচ্ছি, সবাইকে বলবো—এটা নিয়ে বাড়াবাড়ি না করে মজাটা উপভোগ করুন।


অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এই ক্রিকেট লিগ কি কেবল বিনোদন, নাকি তা সামাজিক রুচিবোধকে আঘাত করছে? কেউ কেউ বলছেন, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাকে কেন্দ্র করে যদি অশ্লীলতা ছড়ায়, তাহলে তা দেশের ক্রীড়া সংস্কৃতির জন্য হুমকি।

১৩ মে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় বসুন্ধরা এয়ার স্পোর্টস কমপ্লেক্সে। এবারের চ্যাম্পিয়ন হয়েছে ‘গিগাবাইট টাইলস’। দলে ছিলেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ ও মেহজাবিন চৌধুরী।

বিতর্কের আড়ালে প্রশংসাও অনেক দর্শক লিগটিকে ইতিবাচকভাবে নিয়েছেন। তারা বলছেন, তারকারা মাঠে এসে খেলছেন, মজা দিচ্ছেন, নতুন কিছু করছেন—এটাই বড় বিষয়।

তবে বিতর্কের ঝড় যেহেতু আইনি পথে গড়িয়েছে, তাই এখন দেখার বিষয় হচ্ছে, লিগ কর্তৃপক্ষ এ বিষয়ে কী ব্যাখ্যা দেয় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও রুচিশীল করতে কী পদক্ষেপ নেয়।

এসএফ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews