মেটা-অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, যা বিশ্বব্যাপী দুই বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করে, সবসময় নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং সেগুলো চালু করছে। যদিও অ্যাপটিতে ইতোমধ্যে প্রচুর ফিচার রয়েছে, তবে এই মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের ডকুমেন্ট স্ক্যান এবং তা পাঠানোর জন্য তৃতীয় পক্ষ অ্যাপের ওপর নির্ভর করতে হতো।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের এক আপডেটের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের ইন-অ্যাপ ক্যামেরা ব্যবহার করে যে কোনো ডকুমেন্ট স্ক্যান এবং এতে থাকা কনটাক্ট লিস্টের যে কারও সঙ্গে শেয়ারের সুযোগ এনে দিয়েছে, তাও আবার অ্যাপ থেকে বের না হয়েই। এটি অবশ্যই দারুণ এবং উপকারী, কারণ এর আগে ব্যবহারকারীরা তৃতীয় পক্ষের অ্যাপ খুলে ডকুমেন্ট স্ক্যান করতে, সেটি একটি ফোল্ডারে সেভ করতে এবং পরে এটিকে অন্যদের সফঙ্গ সংযুক্তি হিসেবে শেয়ার করতে হতো।

হোয়াটসঅ্যাপে কীভাবে ডকুমেন্ট স্ক্যান করবেন?

আইফোনে হোয়াটসঅ্যাপের বিল্ট-ইন ডকুমেন্ট স্ক্যানার ব্যবহার করতে- আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলুন। পরবর্তীতে নিচের বার থেকে ‘প্লাস’ বাটনে ট্যাপ করুন এবং ‘Documents’ নির্বাচন করুন। এরপর, আপনি তিনটি অপশন দেখতে পাবেন- সেগুলো হলো : ‘Choose from files’, ‘Choose photo or video’ এবং ‘Scan document’। এখান থেকে তৃতীয় অপশন ‘Scan document’-এ ক্লিক করলে ইন-অ্যাপ ক্যামেরা খুলে যাবে। এরপর, ডকুমেন্টটি ভিউফাইন্ডারের মধ্যে ঠিকভাবে পজিশন করুন এবং স্ক্যান করার জন্য শাটারে ট্যাপ করুন। এখন, আপনি স্ক্যান ফাইলটি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যেমনটি আপনি সাধারণ ডকুমেন্টের ক্ষেত্রে করেন।

তথ্যসূত্র : দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews