বিশ্বব্যাপী প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশ আন্দোলনকে গুরুত্ব দিয়ে এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে নিজ গ্রামে পাঁচশত তালবীজ রোপন করলেন পরিবেশ, ভ্রমণ ও অ্যাভিয়েশন বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশানী টবগা গ্রামে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে দুই দিনব্যাপী তালবীজ রোপন কার্যক্রম সম্প্রতি শেষ হয়। এই কার্যক্রম স¤পাদনে সহযোগী হিসেবে ছিল মিশন গ্রিন বাংলাদেশ। তালবীজ রোপনের উদ্যোক্তা পরিবেশ কর্মী ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম বলেন, আমাদের দেশে বর্তমান সময়ে বজ্রপাতে মারা যাওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। মানুষের পাশাপাশি প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায় বজ্রপাতে। তাল গাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে এমন উদ্যোগ নিয়েছি। তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, তালের মৌসুমে তালের বীজ বসতভিটার আশেপাশে অথবা রাস্তার ধারে রোপণ করুন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে আমরা তালের বীজ রোপণ করি এবং নিজ চারপাশকে আরও সবুজ করি। মিশন গ্রিন বাংলাদেশের আহ্বায়ক আহসান রনি বলেন, সারা দেশকে আমরা সবুজ করতে চাই। দেশ সবুজ হলে অনেকাংশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিই শুধু কমবে না, বরং আমারা ফিরে পাব সবুজ, শ্যামল বাংলাদেশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews