রোহিত শর্মার সংবাদ সম্মেলনে বরাবরই বাড়তি কিছু থাকে, তবে শর্ত হলো ভারতকে জিততে হবে। কাল তো দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন হয়েই তিনি এলেন সংবাদ সম্মেলনে।
প্রায় ২৩ মিনিটের প্রশ্নোত্তর পর্ব যতটা সম্ভব মিঠে হলো। মিঠে মানে কোনো কড়া প্রশ্ন নেই, কোনো বাঁকা উত্তর নেই। কারণ রোহিতের হাতে করে নিয়ে আসা ওই ট্রফিটা। রোহিতের ভাষায় যেটাতে অধিকার গোটা ভারতের। যেটা তিনি উৎসর্গও করেছেন ভারতবাসীকে। এমন রাতে অধিনায়কেরা কলমের ডগায় তলোয়ার নিয়ে ঘোরা সাংবাদিকদেরও অনেক কাছে চলে আসেন। রোহিত তো আসেন বারবারই।
২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে একই অভিজ্ঞতা হয়েছিল কলম্বোতে। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতে রোহিত শর্মা এসেছিলেন সংবাদ সম্মেলনে। বাইরে পটকা–বাজির আওয়াজ থামছেই না। ধুম–ধাম শব্দে সংবাদ সম্মেলনে কথা শুরু করেও ভারত অধিনায়ককে চুপ হয়ে যেতে হয়েছিল। একটু থেমে রোহিত পরে মজা করে বলেছেন, ‘আরে এখন ফোটাচ্ছ কেন, আমরা বিশ্বকাপ জেতার পর আতশবাজি ফোটাও!’
এক মাস পরই ভারতে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। রোহিতের দল অবশ্য সেটা জিততে পারেনি। তবে গত বছর ওয়েস্ট ইন্ডিজে টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং কাল দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি—পরপর দুটি আইসিসি ইভেন্টের শিরোপা উঠেছে রোহিতেরই হাতে। এমন রাতে তিনি দিলখোলা হয়ে উঠবেন, সেটাই স্বাভাবিক। যেকোনো প্রশ্নেই স্বভাবসুলব ধীরস্থির বাচনভঙ্গিতে বিস্তারিত উত্তর, সঙ্গে কখনো মিশিয়ে দিয়েছেন রসিকতা। মিডিয়া ম্যানেজার ২২–২৩ মিনিটের মাথায় সংবাদ সম্মেলনের ইতি টানলেও রোহিতকে দেখে মনে হচ্ছিল কথা বলায় তাঁর ক্লান্তি ছিল না।