মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত থেকে ধরে নেয়া দুই বাংলাদেশী যুবককে বিজিবির তৎপরতায় ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লেফেটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, গতকাল বিকেলে দু’কিশোর মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একর্পযায়ে মোটরসাইকেল রেখে তারা ১৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ দু’কিশোরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির কর্মকর্তা বলেন, স্বজনরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি তাৎক্ষণিক বিএসএফএর-১৯৯ ব্যাটলিয়ানের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে বিএসএফ রাতেই তাদেরকে ফেরত দেয়। পরে রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুরের চাতলাপুর অভিবাসন কেন্দ্র দিয়ে বিএসএফ দু’কিশোরকে হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের প্রসেনজিৎ নাইডু (১৭) ও সূবর্ণ শীল (১৬) শনিবার বিকেলে মুরাইছড়া সীমান্তের ভারতীয় অংশে চলে যান। পরে তাদের দু’জনকে বিএসএফ আটক করে। আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা দু’বাংলাদেশীকে ফেরত দেয়ার জন্য বিএসএফকে অনুরোধ জানায়। পরে রাতেই দু’বাংলাদেশীকে ফেরত দেয় বিএসএফ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, বিজিবি দু’যুবককে কুলাউড়া থানায় শনিবার রাত ১২টার দিকে হস্তান্তর করে এবং রোববার দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews