মাদ্রাসা সুপার এবং হেফাজতে ইসলামের নেতাকে মারধর ও বাড়িঘরে হামলার অভিযোগে নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আবুল কালাম আজাদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া আবুল কালাম মৌগাতি ইউনিয়নের ছোট গরদী গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি না হতে পেরে গত মঙ্গলবার দুপুরে সহযোগীদের নিয়ে মাদ্রাসায় সুপারের কক্ষে যান। পরে সুপারকে টেনেহিঁচড়ে কক্ষ থেকে বের করে দেন এবং চাঁদা দাবি করেন। ওই ঘটনার প্রতিবাদে পরদিন বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী ও এলাকাবাসীরা মানববন্ধন করে।

মানববন্ধনে মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও হেফাজতে ইসলামের নেতা আনিসুর রহমান বক্তব্য দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় আবুল কালাম ও তার ছেলে লোকজন নিয়ে আনিসুর রহমানের বাড়িতে হামলা চালায়। আনিসুর রহমানকে মারধরসহ তার ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে জেলা বিএনপি পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে রোববার আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews