ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

ভারত-মিয়ানমার সীমান্তের কাছে বুধবার রাতে গোলাগুলি হয়েছে - প্রতীকী ছবি

ভারতের সেনাবাহিনী বলেছে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতরা "উগ্রপন্থী" বলে দাবি করেছে তারা।

সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে যে ভারত মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ওই “সশস্ত্র উগ্রপন্থীরা” যাতায়াত করছে এরকম খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল।

আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে।

“সন্দেহভাজন উগ্রপন্থীরা সেনা সদস্যদের ওপরে গুলি চালালে পাল্টা গুলি চালায় বাহিনী আর তাতেই ১০ জন উগ্রপন্থী মারা গেছে,” লিখেছে ভারতীয় সেনাবাহিনী।

ওই অভিযান থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ওই পোস্টে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews