সকালে ঘুম থেকে উঠেই ফুটবল মাঠে দৌড়ানোর কথা সেলিন হায়দারের। কিন্তু লেবাননের ১৯ বছর বয়সী নারী ফুটবলারের ঘুমই যে ভাঙছে না! ভাঙবেই–বা কীভাবে? তাঁকে যে কড়া ডোজের ওষুধ প্রয়োগে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যেটাকে বলে ‘ইনডিউসড কোমা’। শনিবার ইসরায়েলের বিমান হামলায় মারাত্মকভাবে আহত হওয়া সেলিনের জীবন বাঁচাতেই এ পদক্ষেপ।

গত বছর ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার শুরুর পর সেই যুদ্ধকে এখন নিয়ে গেছে লেবাননেও। লেবাননে প্রতিনিয়তই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই বিমান হামলাতেই রাজধানী বৈরুতের দক্ষিণের উপশহর চিয়াহতে শার্পনেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন লেবানন অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার সেলিন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews