ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ভেঙে যাওয়া সীমানাপ্রাচীর দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের নিয়মিত তদারকির অংশ হিসেবে ওই এলাকা পরিদর্শন করেন তিনি।



পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় হাতিরঝিল এলাকার সার্বিক নিরাপত্তা ও উল্টো পথে আসা যানবাহনের চলাচল বন্ধকরণের লক্ষ্যে দায়িত্বরত আনসার সদস্যদের কঠোর নির্দেশনা দেন।







 

পরিদর্শনকালে হাতিরঝিলের আমবাগান চল্লিশঘর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক অপরিকল্পিতভাবে একটি স্যুয়ারেজ লাইন সংযোগের কাজ চলাকালীন ভেঙে যাওয়া হাতিরঝিলের বাউন্ডারি ওয়ালের গ্রেড বিম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান। এ সময় ওই গ্রেড বিমের মেরামত কার্যক্রম চলমান থাকলেও তার গুণগতমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।  

এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ওই মেরামত কাজের সঠিক নকশা অনুসরণ করে সর্বোচ্চ গুণগতমান বজায় রাখার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অবহিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আরবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews