বাতাসের যে তীব্রতা আগুন বাড়িয়ে দেওয়ার হুমকি তৈরি করেছিল, সেই হারিকেনরূপী বাতাসের গতি কমে এসেছে। এতে নয় দিন ধরে দাবানলের সঙ্গে অবিরাম লড়াই করে আসা দমকলকর্মীরা কিছুটা ফুরসত পেয়েছেন। বাতাসের গতি কমায় গত কয়েকদিনের তুলনায় দাবানলের ভয়াবহতা আপাতত কমে আসতে চলেছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বিবিসি জানায়, দুটি জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আগুন নেভানোয় অগ্রগতি হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে ছড়াতে থাকা ধ্বংসাত্মক এ দাবানলে অন্তত ২৫ জন এরই মধ্যে নিহত হয়েছে। পুড়ে গেছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি। ইটন ও পলিসেডসের বিস্তীর্ণ এলাকাজুড়ে এখনো আগুন জ্বলছে। সে আগুন নেভাতে মেক্সিকো ও কানাডা থেকে দমকলকর্মীদের সহায়তা চাওয়া হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) আপাতত লাল পতাকা সতর্কতা তুলে নিয়েছে। যদিও কয়েকদিনের মধ্যে আবারও এ সতর্কতা জারি হতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদ রায়ান কিটেল বলেছেন, আগামী সপ্তাহের শুরুর দিকে আরেকবার বিপজ্জনক শুষ্ক আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আগুন নেভাতে কর্মকর্তারা বৃষ্টির প্রয়োজনীয়তার কথা বলছেন। - বিবিসি