‘একটু উদ্যোগ, একটু চেষ্টা’ টিমের সহযোগিতায় গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে পথচারীদের মাঝে ঠান্ডা পানি, শরবত ও খাবার বিতরণ করা হয়েছে।

১০ জুন দুপুরে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক চত্বরের চৌরঙ্গী মোড়ে অটোরিকশা চালক, চার্জার ভ্যান চালক ও পথচারীদের মাঝে এই সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের পরিকল্পনায় এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। তিনি নিজ হাতে পথচারীদের শরবত পান করিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মাহাবুবুল আলম মন্টু, ছাত্রদলের সাবেক সদস্য সুমন আল মামুন, রনি ও দলের অন্যান্য নেতাকর্মীরা।

রাস্তায় চলাচলরত পথচারীরা এক গ্লাস ঠান্ডা শরবত পান করে কিছুটা প্রশান্তি অনুভব করছেন বলে জানান।

পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক বলেন,
"কিছুদিন ধরে প্রচণ্ড খরতাপ চলছে। ঈদের আগ থেকেই শ্রমজীবী মানুষ উপায় না দেখে বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন। তাদের কষ্ট লাঘবে পৌর বিএনপির পক্ষ থেকে এই ছোট্ট প্রয়াস। ঠান্ডা পানি ও শরবত বিতরণের মাধ্যমে তাদের একটু স্বস্তি দিতে পেরেছি বলেই মনে করি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা খুব দ্রুত এই খরতাপ থেকে মুক্তি পাই এবং সকলে স্বাভাবিক জীবনযাপন করতে পারি।"



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews