বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে চলতি বছরের ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে-বিদেশে নানা আলোচনা সমালোচনা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য ছাত্র আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার কতটুকু ভূমিকা ছিল তা নিয়ে কথা বলেছেন।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক চব্বিশের আন্দোলনে শহীদ:
পাবলিক বিশ্ববিদ্যালয়:
১. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ০২, ২. ঢাকা বিশ্ববিদ্যালয়: ০০, ৩. রাজশাহী বিশ্ববিদ্যালয়: ০০, ৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ০০, ৫. বুয়েট: ০০, ৬. কুয়েট: ০০, ৭. চুয়েট: ০০, ৮. রুয়েট: ০০, ৯. ডুয়েট: ০০, ১০. বাকৃবি: ০০, ১১. বেগম রোকেয়া: ১, ১২. বরেন্দ্র বিশ্ববিদ্যালয়: ১ ১৩. খুলনা বিশ্ববিদ্যালয়: ১, ১৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয় - ১, ১৫. BUP: ২, ১৭. জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ২, ১৮.শাবিপ্রবি: ১ ১৯. MIST: ২, ২০. শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১, ২১. রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়- ০০, ২২. কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়- ০০।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়:
১. নর্দান: ৫, ২. সাউথ ইস্ট: ৪, ৩. মানারাত: ২, ৪. ড্যাফোডিল: ২, ৫. প্রিমিয়ার, চট্টগ্রাম: ২, ৬. ইউনাইটেড ইন্টারন্যাশনাল: ২, ৭. আইইউটি: ১, ৮. আইইউবি: ১, ৯. ইস্ট ওয়েস্ট: ১, ১০. নর্থ সাউথ: ১, ১১. বরেন্দ্র, রাজশাহী: ১, ১২. ইউসিটি, চট্টগ্রাম: ১, ১৩. প্রাইম এশিয়া: ১, ১৪. সিটি ইউনিভার্সিটি: ১, ১৫. সোনারগাঁও ইউনিভার্সিটি: ১, ১৬. আশুলিয়া সিটি ইউনিভার্সিটি: ১, ১৭. ইউডিএ: ১, ১৮. বিইউবিটি: ১, ১৯. সিসিএন ইউএসটি: ১
পিনাকী ভট্টাচার্য বলেন,
আমার লজ্জা লাগতেছে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম, কতকিছু শিখলাম অথচ মেডিকেল কলেজের এজন ছাত্রও মারা যাই নাই। যা আমি রীতি মতো অবাক এবং এটি নিয়ে গবেষণার বিষয় রয়েছে।
তিনি আরো বলেন, সব যদি মিলানো যায়, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১২ জন। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৩১ জন। ১৮ তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে? প্রশ্ন রাখেন তিনি।
প্রসঙ্গত, পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশী প্রবাসী , অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং লেখক ও চিকিৎসক। তিনি ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন।
এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত। বাংলাদেশের রাজনীতির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার ১৯টি গ্রন্থ রয়েছে।