মিরপুর টেস্ট শেষে আজ বিকেলে শেরেবাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। মুশফিককে নিয়ে করা প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেছেন, ‘একটা সময় ছিল মিথ্যা তথ্য দিলে মানুষ বেশি খেত। আপনারা তো সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন। এ সমস্ত মিথ্যাচার করতে করতে মানুষ কিন্তু এখন উল্টো কথাও বলছে...এরা তো ক্রিকেটকে ধ্বংস করতে নেমেছে! এই জিনিসটাই আমরা চাচ্ছি। মানুষ জানুক, তারপর বিসিবির যা করার তা তো করবেই।’
জানা গেছে, মুশফিক আইনি নোটিশ পাঠানোর পর তাঁকে নিয়ে করা ৭১ টিভির প্রতিবেদনের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবিও। নাজমুল হাসানের কথায়ও সেই ইঙ্গিত, ‘আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা কী করছি না করছি, জানতে পারবেন। ভিক্টিমের (মুশফিক) কাজটা ভিকটিম করেছে। ভিক্টিম যতক্ষণ কিছু না করে, আমাদের কিছু করার নেই। যদি আমাদের কেউ কিছু না জানায়, তাহলে আমাদের কিছু করার থাকে না। মুশফিক একটা পদক্ষেপ নিয়েছে, এখন বিসিবি যা করার করবে।’