দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ নিয়ে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভিন্নমতের কিছু রাজনৈতিক ব্যক্তি যারা যুক্তরাজ্য ও অন্যান্য দেশে আশ্রয় চেয়েছিল দেশের ভেতর সন্ত্রাসী সংস্থাগুলোর সঙ্গে তাদের সম্পর্ক আছে। খবর পিটিআইয়ের।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জেহরা বালুচ বৃহস্পতিবার তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনের সময় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সহযোগীর ওপর কথিত অ্যাসিড হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে এই বিবৃতি দিয়েছেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারি মির্জা শাহজাদ আকবর গত সপ্তাহে দাবি করেছিলেন, যুক্তরাজ্যের বাড়িতে তার ওপর হামলা করা হয়েছিল এবং তার দিকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছিল।
এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হামলায় পাকিস্তানের জড়িত থাকার ও পাকিস্তানের যেকোনো সংস্থার সংশ্লিষ্টতার বিষয় সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, ‘বিদেশে আমাদের নাগরিকদের টার্গেট করা আমাদের নীতি নয়৷’ তবে তিনি জানিয়েছেন, ভিন্নমতের অনেক রাজনীতিবিদ রয়েছেন। তারা রাজনৈতিক আশ্রয় চেয়ে কয়েক দশক ধরে যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য দেশে বসবাস করছেন। তাদের অনেকেরই পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী সত্তার সঙ্গে সম্পর্ক রয়েছে।