সরকারকে সাধুবাদ জানাল বৈষম্যবিরোধী কর্মচারী ফোরাম

তিন মন্ত্রণালয়ে নিয়োগ বদলি সংক্রান্ত কমিটি 

তিন মন্ত্রণালয়ের (জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র) কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিতে কমিটি গঠন করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। 

রোববার ফোরামের সমন্বয়ক এ বি এম আবদুস সাত্তারের পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, তিন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পদের কর্মকর্তা; বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি এবং পুলিশ সুপার পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেওয়ার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে গত ৯ জানুয়ারি প্রজ্ঞাপন জারি হয়। প্রজাতন্ত্রের কর্মকর্তাদের নির্বিঘ্নে দায়িত্ব পালনের ক্ষেত্রে সিদ্ধান্তটি সময়োপযোগী। এমন সিদ্ধান্ত নেওয়ায় ফোরামের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে কমিটিগুলো যাতে বিলম্ব না করে, সে ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews